আমাদের রামু রিপোর্ট:
ঈদগড়, কাউয়ারখোপ, গর্জনিয়া, কচ্ছপিয়া ও রশিদনগর এই পাঁচ ইউনিয়নে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়।
পাঁচ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২১ জন ,সংরক্ষিত নারী সদস্য পদে ৫০ জন,এবং সাধারণ সদস্য পদে ১৫২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
পাঁচ ইউনিয়নের মোট ৪৫টি ভোট কেন্দ্রের ১৭২টি বুথে ৬০ হাজার ১৮৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করার কথা রয়েছে।
এদের মধ্যে ৩০ হাজার ২৬৪ জন পুরুষ এবং ২৯ হাজার ৯১৯ জন নারী ভোটার রয়েছেন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত পাঁচ ইউনিয়নের কোথাও কোন ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে।