শহিদুল ইসলাম:
আগামী ৪ জুন উখিয়ার ৫ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্টিত হবে। দিন যত ঘনিয়ে আসছে ততই নির্বাচনী মাঠ উত্তপ্ত হয়ে উঠতে শুরু করেছে। মঙ্গলবার সন্ধা সাড়ে ৭ টায় পালংখালী ষ্টেশন থেকে চাকা প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ ইব্রাহিমকে পুলিশ একটি মামলায় গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের খবরে সমর্থকেরা তার মুক্তির দাবীতে কক্সবাজার – টেকনাফ সড়কে অবস্থান করে এ রিপোর্ট লেখা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সরকার দলীয় চেয়ারম্যান মনোনীত প্রার্থী শাহাদাৎ হোসেন জুয়েলের ভরাডুবি নিশ্চিত দেখে কয়েক দিন আগে তার সমর্থকরা নৌকা প্রতীকের অফিসে ভাংচুর করেছে দাবী করে উখিয়া থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেন। ওই মামলায় চেয়ারম্যান প্রার্থী মোঃ ইব্রাহিমকে আসামী করা হয়েছে।
উখিয়া থানার ওসি (তদন্ত) কায় কিসলু জানান, কিছু দিন আগে পালংখালী ষ্টেশনে বঙ্গবন্ধুর ছবিতে অগ্নি সংযোগ করায় তাকে আটক করা হয়েছে। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আলী আহম্মদ জানান, নিরহ একজন চেয়ারম্যান প্রার্থীকে পুলিশ গ্রেপ্তার করায় আগামী ৪ জুনের নির্বাচনে প্রভাব পড়বে। তাই চেয়ারম্যান প্রার্থী মোঃ ইব্রাহিমকে নিঃশর্ত মুক্তি দিয়ে নির্বাচনী পরিবেশকে সুষ্ঠু করা হোক।