রামু প্রতিনিধি:
রামুতে ৬ষ্ঠ ধাপে আগামী ৪ জুন ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, ইউনিয়ন নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণের জন্য ৫৪ জন প্রিজাইডিং অফিসার ,২৬৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৫২৮ জন পোলিং অফিসারকে প্রশিক্ষণ দিয়েছেন উপজেলা নির্বাচন কার্যালয়।
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা,২০১০ এর ৮(৩) বিধিতে প্রদত্ত ক্ষমতাবলে এসব কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হবে।মঙ্গলবার, ৩১ মে সকাল ১০টায় প্রিজাইডিং অফিসার ,সহকারী প্রিজাইডিং অফিসার ও বিকালে পোলিং অফিসারদের ভোট গ্রহণের জন্য রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সেলিনা কাজী, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল করিম, রামু থানার ওসি প্রভাষ চন্দ্র ধর ,উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেদারুল ইসলামসহ উপজেলার অন্যান্য নির্বাচনী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।তাঁরা সবাই বক্তব্যে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করার জন্য সকলের প্রতি আহবান জানান।
উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসীল অনুযায়ী আগামী ৪ জুন রামু উপজেলার অবশিষ্ট ৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ৩৪ জন, সংরক্ষিত ওয়ার্ডে সদস্য পদে ৬২ জন ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ২১৯ জন প্রার্থীর মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।