নঈম আল ইস্পাহান, রামু:
তোমার সাথে আবার অভিমান?
মিছে ভুল,হতাশা,কষ্ট ছাড়া কিছু নেই
ভালোবাসার লাল রক্ত সঞ্চালন বন্ধ
অন্ধ যত ভাবনার শিরা পথ
অচল ভিত্তিহীন অবশ তোমাতে
কাষ্ঠের শিখার প্রদীপের মত যত্নে
হিংস্র করে তুলেছো তোমার ঐশ্বরিক
প্রদত্ত কোমল হৃদয়কে ভালোবাসা তাড়িত
আমাকে করেছো দিনের পর দিন,
অশ্রু সন্ন্যাসী,অতঃপর…..
হাহাকার প্রেমিক তোমার প্রেমের
তোমার ভ্রমরের কামুক নিশাচর
কত ঝড় বইবে কামনাহীন?
সহ্য ক্ষমতার ফাঁকা দুর্বিনে আঁটকে
মায়া মমতার ঝাঁঝকে না বলে
তুমি অধরার কালো মেঘ হয়েই রইলে!