শহিদুল ইসলাম:
পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি আলী আহম্মদ বলেছেন, তার এলাকার সংখ্যালঘু ভোটারদের সরকার দলীয় মনোনীত প্রার্থী শাহাদাৎ হোসেন জুয়েল হুমকি ধমকি দিচ্ছে।বুধবার বিকালে থাইংখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত পথ সভায় বক্তব্য রাখতে গিয়ে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আলী আহম্মদ এ কথা বলেছেন।
সভায় সভাপতিত্ব করেন, হাফেজ মাহফুজ। বক্তব্য রাখেন, মৌলভী আব্দুল জলিল, মৌলভী আলিম উদ্দিন, সরওয়ার কামাল, মংচু চাকমা, সাইফুল ইসলাম, রেজাউল করিম, ইব্রাহিম আজাদ।
উক্ত সভায় আনারস প্রতীকের প্রার্থী আলী আহম্মদ বলেন, আমি যে উন্নয়ন করেছি ৫ বছরেও কেউ এ উন্নয়ন করতে পারে নাই। আমি নির্বাচিত হলে রহমতের বিল এলাকায় একটি ইকোমিক জোন গড়ে তোলা হবে। মানুষকে হুমকি ধমকি দিয়ে দমিয়ে রাখতে পারবে না। বাঙ্গালী জাতি এটা প্রমাণ করেছে। তিনি আরো বলেন, নৌকা প্রতীকের প্রার্থী তার বিজয় অনিশ্চিত দেখে আমার লোকজনকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। এ মিথ্যা মামলা হুমকি ধমকির সঠিক রায় দেবে জনগণ আগামী ৪ জুন। আমি নির্বাচিত হলে কারো পকেটের টাকা ছিনতাই করবনা। গরীবের পকেটের টাকা ছিনতাই করে যারা নির্বাচন করছে তাদেরকে বয়কট করার আহব্বান জানান।
এ সময় বিভিন্ন স্থান থেকে মিছিল সহকারে আসা হাজার হাজার লোকজন করতালি দিয়ে সাধুবাদ জানান।