সোয়েব সাঈদ:
রামুর চাকমারকুল ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম সিকদারের সমর্থনে বিশাল পথ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে তেচ্চিপুল স্টেশন চত্বরে আয়োজিত এ পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম বলেছেন, চাকমারকুল ইউনিয়নকে মডেল ইউনিয়নে রুপান্তর করতে হলে নুরুল ইসলাম সিকদারের মতো সুযোগ্য মানুষের বিকল্প নেই। সাবেক সফল এ চেয়ারম্যানের অতীতের সমাজসেবা ও উন্নয়নের উজ্জ্বল দৃষ্টান্ত মানুষ এখনো হৃদয়ে ধারন করে রেখেছে। যে কারনে ৪ জুনের নির্বাচনে চাকমারকুলবাসী প্রিয় মানুষ নুরুল ইসলাম সিকদারকে বিপুল ভোটে নির্বাচিত করে গণতন্ত্র ও উন্নয়নের পক্ষে অবস্থান নেবেন।
সাবেক মেম্বার শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী, ঝিলংজা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান টিপু সুলতান, ঈদগড় ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো, কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোস্তাক আহমদ ভূট্টো, রশিদনগর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এমডি শাহ আলম।
সমাবেশে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম সিকদার বলেছেন, চাকমারকুল বাসীর জন্য আমার পরিবার যেভাবে নিজেদের উৎসর্গ করেছে, তার ধারাবাহিকতা ধরে রাখার জন্য আমি চেয়ারম্যান প্রার্থী হয়েছি। অতীতে দীর্ঘদিন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে কারো ক্ষতি করিনি। এবারও নির্বাচিত হলে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে চাকমারকুল ইউনিয়নকে উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাবো।
এতে উদ্বোধনী বক্তব্য রাখেন মৌলানা আবদুল গফুর। সমাবেশে কক্সবাজার জেলা আওয়ামীলীগের সদস্য সুলতানুল আলম সহ এলাকার মান্যগন্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশে চাকমারকুল ইউনিয়নের প্রত্যন্ত এলাকার হাজার হাজার জনতা শরিক হন। পথ সভা হলেও এটি রুপ নেয় জনসমুদ্রে।