সংবাদদাতা:
মহান মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক ও গণমুখী বিজ্ঞান ভিত্তিক শিক্ষানীতি বাস্তবায়নে ছাত্র ইউনিয়নের সংগ্রাম চলছে। শুধুমাত্র সার্টিফিকেট অর্জনের শিক্ষা নয়, প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা অর্জন করতে হবে এ প্রজন্মের শিক্ষার্থীদের। তবেই নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানবিক সমাজ বিনির্মাণ করা সম্ভব।
সোমবার, ৬ জুন বিকাল সাড়ে ৪টার দিকে রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় মিলতায়নে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।
রামু উপজেলা সংসদের সহ-সভাপতি ওবাইদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন রামু কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুল হক, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ফেরদৌস আহমদ উজ্জল, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সহ সভাপতি শহীদুল্লাহ শহীদ, বর্তমান কমিটির সহ সভাপতি লিটন নন্দি, কক্সবাজার জেলা সংসদের সভাপতি সৌরভ দেব, সহ-সভাপতি ও রামু উপজেলা সংসদের সাবেক সভাপতি অর্পন বড়ুয়া।
রামু উপজেলা সংসদের সাধারণ সম্পাদক জয় বড়ুয়ার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি রাজীব বড়ুয়া, যুগ্ম-সম্পাদক আরিফুল ইসলাম নয়ন, রামু কলেজ সংসদের আহ্বায়ক আজিজুল হক, রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক সাহেদ ফরিদ রায়হান, ফতেখাঁরকুল ইউনিয়ন কমিটির সদস্য বিপ্লব বড়ুয়া প্রমূখ।
কৃতি শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মিশকাত আল আমিন শুভ ও রুপনা বড়ুয়া। উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের মারুফুল ইসলাম, জুয়েল, রাসু বড়ুয়া, রাকিব, মোসাদ্দেক আদিল, সাগর দাশ, প্রসিত বড়ুয়া জয়, অংকন বড়ুয়া, জন্ময় বড়ুয়া মুন্না, স্বপ্নীল বড়ুয়া ইতু প্রমূখ।