নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের রামু উপজেলার একটি পাহাড়ি এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জেএমবি সদস্য মোহাম্মদ ইউনুছকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুর ২টার দিকে রামুর কচ্ছপিয়া ইউনিয়নের হাইস্কুল পাড়া এলাকার পাহাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মোহাম্মদ উলা মিয়ার ছেলে।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর আমাদের রামু ডটকমকে জানান, ইউনুছ নিষিদ্ধ ঘোষিত জেএমবি সদস্য। তার বিরুদ্ধে নাশকতার চেষ্টাসহ একাধিক জঙ্গি তৎপরতার অভিযোগ রয়েছে।
২০১২ সালের ১৯ জুলাই সন্ত্রাসবিরোধী আইনে ইউনুছের বিরুদ্ধে রাজধানীর উত্তরা মডেল থানায় মামলা হয়। ওই মামলায় দুই বছর কারাভোগ করেন তিনি।