রোজার ঈদ সামনে রেখে এবার ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে ২২ জুন।
বুধবার রেলভবনে ঈদ প্রস্তুতি নিয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী মুজিবুল হক বলেন, “একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকেট কিনতে পারবেন। ঈদ উপলক্ষে এবার সাতটির বেশি বিশেষ ট্রেন চলাচল করবে।”
২২ জুন পাওয়া যাবে ১ জুলাইয়ের আগাম টিকেট। ধারাবাহিকভাবে ২৩ থেকে ২৬ জুন পর্যন্ত কেনা যাবে ২ থেকে ৫ জুলাইয়ের টিকেট।
ফিরতি টিকেট বিক্রি শুরু হবে ৪ জুলাই থেকে, চলবে ৮ জুলাই পর্যন্ত। ওই সময়ে ৮ থেকে ১২ জুলাইয়ের ফিরতি টিকেট পাওয়া যাবে।
এবার সকাল ৮টা থেকে অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে।
৬ জুলাই ঈদ হতে পারে ধরে নিয়ে এবার সরকার ঈদের ছুটি ঠিক করেছে ৫ থেকে ৭ জুলাই। চাঁদ দেখা সাপেক্ষে ঈদ একদিন পেছালে ছুটিও একদিন বেড়ে যাবে।
ঈদের আগেই ঢাকা-চট্রগ্রাম রুটে এক জোড়া নতুন বিরতিহীন আন্তঃনগর ট্রেন চালু হবে জানিয়ে মন্ত্রী বলেন, উদ্বোধনের সময় ও ট্রেনের নাম ঠিক করতে প্রধানমন্ত্রী বরাবরে চিঠি পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী সময় দিলেই ট্রেন উদ্বোধন করা হবে।
চালু ৬৯২টি কোচের সঙ্গে ওয়ার্কশপে মেরামত করা ১৭০টি কোচ যুক্ত হবে এবার ঈদে।
সব মিলিয়ে মোট ৮৬২টি কোচ দিয়ে রেল এবার ঈদে যাত্রী সেবা দেবে জানিয়ে মন্ত্রী বলেন, টিকেট কালোবাজারি প্রতিরোধ ও নাশকতা ঠেকাতে থাকবে বিশেষ ব্যবস্থা।
ঈদ উপলক্ষে ১ জুলাই থেকে ঈদের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক বন্ধের দিনও আন্তঃনগর ট্রেন চালু থাকবে বলে রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন জানান।
রেল সচিব মো. ফিরোজ সালাহউদ্দিনসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
[বিডিনিউজ]