আমাদের রামু প্রতিবেদক:
গত বছর ভয়াবহ বন্যায় ভেঙ্গে যাওয়া রাজারকুল,নয়াপাড়া-সিকলঘাট সংলগ্ন রাস্তাটি বেশ কিছুদিন আগে সংস্কার করা হয়েছিলো।কিন্তু,বর্ষার শুরুতে রাস্তাটি পুনরায় ভাঙ্গনের ঝুঁকিতে পড়েছে।গত বছর রাজারকুলের ভয়াবহ বন্যার জন্য এই রাস্তার ভাঙ্গনকেই দায়ি করা হয়।বিশাল এই ভাঙ্গাটি গত বছর পানির ভয়াবহ স্রোতে বিরাট গর্তে রুপ নিয়েছিলো।এ ভাঙা দিয়েই বাঁকখালীর পানি রাজারকুলকে বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত করে।
বিরাট গর্তে রুপ নেয়া ভাঙাটি ভরাট করা হয় শুধুমাত্র বালি দ্বারা।যা,বর্ষার শুরুতেই আবার ঝুঁকির মুখে ফেলে দিয়েছে রাস্তাটিকে।
এমনিতে চরের ব্যাপক ভরাটের কারণে রাস্তার পাশের বিরাট গর্তে পানি জমে থাকায় ইতিমধ্যে বালির স্থাপনার রাস্তাটির এপাশ ওপাশে পানি চপশা শুরু করেছে।যা রীতিমত আতঙ্কের।স্বল্প বাজেট এবং নির্মাণ অনিয়মের কবলে পড়া রাস্তাটি বর্তমানে রয়েছে ভাঙনের ঝুঁকিতে।যেকোন মূহুর্তে বাঁকখালীতে পানির তীব্রতা বাড়লে রাস্তাটি ভেঙে রাজারকুলকে নিয়ে যেতে পানির তলানিতে।
এ বিষয়ে প্রশাসনের কোন আগ্রহ না দেখে স্থানীয় লোকজন নিজেদের মধ্যে চাঁদা তোলাতোলি করে একটি ফান্ড গঠন করছে।যা,রাস্তায় বেড়িবাঁধের জন্য ব্যয় করা হবে।
রাস্তার পাশের বিরাট গর্তে জমে থাকা পানি চলাচলের জন্য বিভিন্ন চেষ্টা চালান এলাকার লোকজন।এ বিষয়ে স্থানীয় প্রশানের দৃষ্টি আকর্ষণ করেঝেন ভুক্তভুগী এলাকাবাসী।।