ক্রীড়া ডেস্কঃ
টানা দুই ম্যাচে ৮ উইকেটে হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে নিউ জিল্যান্ড জিতেছিল ৩৩ বল বাকি থাকতে, এবার জিতেছে ৮৩ বল হাতে রেখে। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা মনে করেন, নিউ জিল্যান্ডে স্বাগতিকদের সঙ্গে লড়াই করতে অন্তত ২৭০-২৮০ রানের পুঁজি প্রয়োজন।
টানা দুই ম্যাচে সেঞ্চুরি করেন নিউ জিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল। দুই ম্যাচেই তিনি উপহার দেন শতরানের জুটি। সেখানে পঞ্চাশ রানের জুটি গড়তেই সংগ্রাম করতে হচ্ছে বাংলাদেশের। ক্রাইস্টচার্চে শনিবার দ্বিতীয় ওয়ানডেতে হারার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বড় জুটি গড়তে না পারার আক্ষেপ ঝরল বাংলাদেশ অধিনায়কের কণ্ঠে।
“হ্যাঁ, এটা ছিল কঠিন একটি দিন। আমরা শুরুতে উইকেট হারিয়েছি। তেমন বড় কোনো জুটি গড়তে পারিনি। ৩০ রানের জুটি গড়েছি সেগুলো ৬০ বা ৭০ রানের হলে ম্যাচটা হয়তো অন্যরকম হতে পারতো।”
টানা দ্বিতীয় ম্যাচে ফিফটি পেলেন মোহাম্মদ মিঠুন। বোলিংয়ে ভালো করেছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। মাশরাফির কাছে হ্যাগলি ওভালে সফরকারীদের প্রাপ্তি এতোটুকুই।
“এই ম্যাচ থেকে নেওয়ার মতো আমাদের ইতিবাচক খুব বেশি কিছু নেই। দল হিসেবে আমাদের খেলতে হবে। আমরা এখানে ২২০-২৩০ রান করছি, লড়াই করতে হলে অন্তত ২৭০-২৮০ রান করতে হবে।”
আগামী বুধবার ডানেডিনে হোয়াইটওয়াশড হওয়া এড়ানোর লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ।