জয় বড়ুয়া, রামু
রামু উপজেলা পরিষদকে মডেল উপজেলায় রূপান্তর করার কথা বলেছেন স্থানীয় সরকার চট্রগ্রাম বিভাগের পরিচালক ও যুগ্ন-সচিব দীপক চক্রবর্তী।
১৪ ফেব্রুয়ারি সকাল ১০ টায় রামু উপজেলা মিলনায়তনে জনপ্রতিনিধি এবং কর্মকর্তাদের সাথে মত বিনিময় কালে তিনি উপরোক্ত কথা বলেন।
সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার কক্সবাজার জেলার উপ-পরিচালক ও উপ-সচিব আবুল ফয়েজ মোঃ আলাউদ্দিন খান, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ-উল আলম, উপজেলা নির্বাহী অফিসার সেলিনা কাজী, ভাইস-চেয়ারম্যান আলী হোসেন, মহিলা ভাইস-চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন, এবং রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রভাস চন্দ্র ধর প্রমূখ।
সভায় রামু উপজেলার সকল জনপ্রতিনিধি ও কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা রামু উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তোলে ধরার পাশাপাশি কক্সবাজার জেলার রামু উপজেলাকে প্রথম মডেল উপজেলা হিসাবে বাস্তবায়নের জন্য গুরুত্বারোপ করেন।