
নঈম আল ইস্পাহান:
অতিথি আমাদের নারায়ণ
করবো তাদের আপ্যায়ন,
অতিথি কাছের আপনজন
দূরের বা আত্মীয়-স্বজন।
অতিথি খোদার খুব প্রিয়
বড় ছোট সবাই আত্মীয়,
তাদের যত্নে হবোনা বিরক্ত
ভালবাসায় রাখবো সদা সিক্ত।
সবাই সবার অতিথি আমরা
ধনী-গরিব অথবা পথহারা
সব ভেদাভেদ দূরে ঠেলে
খুশির দরজা দিবো খোলে।