রামু প্রতিনিধি:
রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক, মোহাম্মদ সেলিম গুরুতর অসুস্থ। তিনি দীর্ঘ প্রায় ৪ মাস ধরে বাতজনিত রোগসহ জটিল রোগে আক্রান্ত হয়ে বিশেষজ্ঞ ডাক্তারের অধীনে চিকিৎসাধীন আছেন। স্বেচ্ছাসেবকলীগ নেতা মোহাম্মদ সেলিমকে রবিবার (১৯ জুন) উন্নত চিকিৎসার জন্য ঢাকা এ্যাপেলো হাসপাতালে নেয়া হয়েছে।
এদিকে সেলিমের দ্রুত আরোগ্য কামনা করে সকলের কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। বিশিষ্ট ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবকলীগ নেতা মোহাম্মদ সেলিম রামু ফতেখাঁরকুল ইউনিয়নের মন্ডল পাড়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী কাদের হোছেনের পুত্র। তিনি রামু চৌমুহনী ফরিজা ট্রের্ডাস ও সেলিম ফার্নিসার মার্ট এর স্বত্তাধিকারী।
রামু উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ সকল সহযোগি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ফতেখাঁরকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সেলিমের রোগ মুক্তি কামনা করেছেন ।