বছর ঘুরে ফিরে এল ২৬ শে মার্চ, বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস। দিনটি আমাদের জাতীয় দিবস হিসেবে পালিত হয়।
দেখতে দেখতে স্বাধীনতার দীর্ঘ ৪৮ বছর কেটে হল। এই স্বাধীনতা কারো কাছ থেকে লাভ করা নয়, সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে অর্জন করা স্বাধীনতা।
আমরা ৭১’ এর ২৫ শে মার্চের কালোরাত্রি পেরিয়ে এসেছি। আমরা এখনো ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস উদযাপন করি।
আমরা সেই কালোরাত্রির মত আজও এই রাতে জেগে থাকি। জেগে থাকি নির্যাতিত হবার জন্য নয়, জেগে থাকি প্রথম প্রহরে স্বাধীনতার জয়ধ্বনি করার জন্য।
আর পাকবাহিনীর কাছে জীবনের প্রতিটি ২৫ শে মার্চ হবে এক একটা কালোরাত্রি। আমাদের স্বাধীনতা উদযাপনের প্রতিটি জয়ধ্বনি তাদের বুকে এক একটা মর্টারসেলের মত বিদ্ধ হবে। এটাই তাদের পাপের দন্ড যা তাদের সারা জীবন বয়ে বেড়াতে হবে।
২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের রামু ডটকম পরিবারের পক্ষ থেকে সকল শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।
সম্পাদক
আমাদের রামু ডটকম