গিয়াস উদ্দিন ভুলু:
টেকনাফে শরনার্থী ক্যাম্পে রোহিঙ্গাদের মাঝে নগদ টাকা বিতরণের সময় চীনের পাঁচ নাগরিকসহ ৭ জনকে আটক করেছে ২ বিজিবি সদস্যরা।
বিজিবি সুত্রে জানা যায়, গত ৩ জুলাই সন্ধ্যার দিকে টেকনাফ হ্নীলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের লেদা আনরেজিষ্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে নগদ টাকা বিতরণ করার সময় তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে, টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকার মাদ্রাসার পরিচালক মৃত আবুল খাইর এর ছেলে মৌলভী মো: শফিউল্লাহ (৪২) কক্সবাজার দক্ষিণ রুমালিয়াছড়ার আবু তাহেরের ছেলে জামিল তাহের (৩৯), আর অন্য পাঁচ জন হচ্ছে চীনের নাগরিক এরা হল বাই ওয়েন (৪০), মা চাই ইউমিন (৩৮), মা ইউইন(৩৪), শেলি (২৫), ইহা মিন গো(৩৭)।
বিজিবি সুত্রে আরো জানা যায়, এসময় তাদের কাছে থাকা ১৫ লাখ ৮৪ হাজার ৮০৬ বাংলাদেশী নগদ টাকা ও ১ হাজার ৯’শ মার্কিন ডলার এবং চায়না টাকা ২ হাজার ৬’শত ২৫, ৭টি মোবাইল সেট, ৪টি পাসপোর্ট, ১৬টি বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড, ৩টি ভয়েস রেকর্ডার, ৩টি পাওয়ার ব্যাংক জব্দ করা হয়।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল আবুজার আল জাহিদ সত্যতা নিশ্চিত করে আমাদের রামু ডটকমকে জানান, বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, প্রশাসনের অনুমতি বিহীন, অবৈধভাবে বিদেশী নাগরিক কর্তৃক রোহিঙ্গাদের মাঝে নগদ টাকা বিতরণ চলছে।
এসময় লেদা ক্যাম্পে অভিযান চালিয়ে নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র সহ তাদেরকে আটক করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ আমাদের রামু ডটকমকে জানান, চীনের ৫ নাগরিকসহ ৭ জনকে থানায় সোপর্দ করেছে বিজিবি। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।