বাকঁখালী নদীর তীরবর্তী শত শত পরিবার নদীগর্ভে বিলীন হবার কবলে পড়েছে। বিশেষ করে নদীর ভাঙ্গন রোধে স্থাপিত পাথরের ব্লক সমূহ ধসে পড়ায়
নদীর তীরবর্তী পরিবার সমূহ চরম আশংকা এবং উৎকন্ঠায় দিনানিপাত করছেন। তাদের দাবী, আগামী বর্ষা মৌসুমের আগে ধসে পড়া ব্লক সমূহ
মেরামতের পাশাপাশি প্রয়োজনীয় সংখ্যক ব্লক স্থাপন করা না হলে তাদের আশংকা সত্যি হতে সময় লাগবে না।