হাফিজুল ইসলাম চৌধুরী :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদরের পুরাতন উপবন লেকের পানিতে পড়ে এক গৃহবধু নিখোঁজ রয়েছে। তার নাম নূর আয়েশা (২৮)।
সে ওই এলাকার নূর আহমদের স্ত্রী। তাদের সাংসারিক জীবনে দুই শিশু কন্যা সন্তান রয়েছে। প্রতিবেশীরা জানিয়েছেন, ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় কলসি নিয়ে পুরাতন উপবন লেকে পানি আনতে যান গৃহবধু আয়েশা। মুহুর্তে সে পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা অনেক চেষ্টা করেও তার সন্ধান বের করতে পারেনি।
খবর পেয়ে ১৭ ফেব্রুয়ারি সকাল ১১টায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএসএম শাহেদুল ইসলাম।