সোয়েব সাঈদঃ
রামুর বিশিষ্ট আলেমেদ্বীন, দক্ষিণ শ্রীকুল জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ ওবাইদুল্লাহ হৃদরোগে আক্রান্ত হয়ে আজ শুক্রবার সকাল সাত টায় কক্সবাজার সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মাওলানা মোহাম্মদ ওবাইদুল্লাহ রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসেরচর এলাকার মরহুম ছিদ্দিক আহমদ সিকদারের ৩য় ছেলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি স্ত্রী, ৬ ছেলে, ১ মেয়ে রেখে গেছেন।
আজ বাদ আছর অফিসেরচর ইসলামিয়া এমদাদিয়া কাছেমুল উলুম মাদ্রাসা ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য মাওলানা মোহাম্মদ ওবাইদুল্লাহ ইতিপূর্বে অফিসেরচর ইসলামিয়া এমদাদিয়া কাছেমুল উলুম মাদ্রাসায় শিক্ষকতা করেন এবং অফিসেরচর সিকদারপাড়া জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়াও তিনি বিজ্ঞ আলেম, মৃদুভাষী, স্বজ্জন ব্যক্তি হিসেবে সুপরিচিত ছিলেন। তাঁর ইন্তেকালে এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।