নিজস্ব প্রতিবেদক :
বিশিষ্ট কলামিস্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেছেন, সরকার উন্নয়নের নামে যেসব প্রকল্প নিচ্ছে, তা ঠিক আছে। কিন্তু মানুষের অধিকারও সুরক্ষা করতে হবে।খবর রাইজিংবিডির।
সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম ও নাগরিক প্রতিনিধিদল আয়োজিত ‘মধুপুরে সংরক্ষিত বনের নামে আদিবাসীদের জমি অধিগ্রহণ বিষয়ক পরিস্থিতি’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সৈয়দ আবুল মকসুদ বলেন, মধুপুরে সংরক্ষিত বনের নামে যে প্রকল্প নেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ অসাংবিধানিক। এ প্রকল্প পরিবেশ বিধ্বংসী ও মানবাধিকার পরিপন্থি। আমাদের দাবি, সরকার সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন করবে। যাতে করে ওই এলাকার আদিবাসীরা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়।
তিনি বলেন, দেশে আদিবাসীদের অধিকার সুরক্ষা করতে হলে সরকারকে উন্নয়ন প্রকল্প নিতে হবে। তাহলেই তাদের অধিকার সুরক্ষা হবে।
গত ১৫ ফেব্রুয়ারি পরিবেশ ও বন মন্ত্রণালয় মধুপুর এলাকায় ৯ হাজার ১৪৫ একর জমিকে সংরক্ষিত বনভূমি ঘোষণা করে। কিন্তু সেখানে ১৩টি গ্রামে কয়েক শতাব্দী যাবত গারো, বর্মণ, কোচসহ ১৫ হাজারের বেশি আদিবাসী জনগোষ্ঠী বাস করে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য প্রমুখ।