হাফিজুল ইসলাম চৌধুরী:
গত একসপ্তাহ ভারী বৃষ্টিপাত হয়নি। তবুও রামু-নাইক্ষ্যংছড়ি প্রধান সড়কের উপরের অংশটিতে পানি জমে ক্রমাগত ভাঙনের সৃষ্টি হচ্ছে। এ ভাঙন অব্যাহত থাকলে অচিরেই রামু থেকে বিচ্ছিন্ন হবে নাইক্ষ্যংছড়ি ও গর্জনিয়া-কচ্ছপিয়া ইউনিয়ন। বন্ধ থাকবে সব ধরনের যোগাযোগ ব্যবস্থা।
স্থানীয়রা জানালেন, প্রভাবশালী জনৈক এক ব্যক্তি মাছ চাষের জন্য পানি আটকিয়ে রাখায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
রামু ও নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনকে বিষয়টি দ্রুত খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।