নিজস্ব প্রতিবেদক, রামুঃ
রামুতে অতীত ক্রীড়াঙ্গনের সমৃদ্ধ ইতিহাস-ঐতিহ্য রয়েছে। সমৃদ্ধ সেই ক্রীড়া ঐতিহ্যকে উপস্থাপন করে খেলার ধারাবাহিকতা রক্ষায় আজকের প্রজন্মের মাঝে প্রাণসঞ্চার করতে হবে। কিংবদন্তিতুল্য সাবেক ফুটবলারদের কৃতিত্বপূর্ণ নৈপূণ্যতার কথাও প্রজন্মের কাছে সঠিকভাবে উপস্থাপন করা জরুরি। তাঁদের স্মৃতিময় ও কৃতিত্বপূর্ণ খেলোয়াড়ী জীবন কথা থেকে আজকের প্রজন্মরা শিক্ষা নিতে পারবে। তৃণমুল পর্যায়ে খেলার আয়োজন প্রসারিত করতে পারলেই রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সার্থকতা আসবে। উপজেলার ক্রীড়া ঐতিহ্য সমৃদ্ধ করতেই ‘রামু সোনালী অতীত ফুটবল লীগ’ আয়োজন করার উদ্যোগ নেয়া হয়েছে। নতুন বছরের শুরুতে রামু উপজলোর সাবেক ফুটবলারদের অংশগ্রহনে ‘রামু সোনালী অতীত ফুটবল লীগ ২০২১’ আয়োজন করা হবে। বুধবার (২৩ ডিসেম্বর) রাত ৮টায় রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সাধারণ সভায় বক্তারা এ কথা বলেন। রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ে রামু সোনালী অতীত ফুটবল লীগ ২০২১ পরিচালনা কমিটির আহবায়ক পলক বড়ুয়া আপ্পুর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তৃতা করেন, রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াজ উল আলম, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদুল আলম, রামু ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুবীর বড়ুয়া বুলু, রামু বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের নির্বাহী পরিচালক কিশোর বড়ুয়া, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সভাপতি ছিদ্দিক আহমদ, রামু ব্রাদার্স ইউনিয়নের সভাপতি মো. নবু আলম, সাবেক ফুটবলার ডা. রবীন্দ্র শর্মা, পুলক বড়ুয়া, দেবপ্রসাদ বড়ুয়া টিপু, ডাকঘর কর্মকর্তা বিমল বড়ুয়া, গিয়াস উদ্দিন কোং, স্বাস্থ্য পরিদর্শক দুলাল বড়ুয়া, রামু চৌমুহনী বনিক সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক সজল বড়ুয়া, রাজনীতিক মো. ইউনুচ রানা চৌধূরী ও মো. আবু বক্কর ছিদ্দিক প্রমুখ।
‘ক্রীড়া ঐতিহ্য জাতীয় সমৃদ্ধির পরিচায়ক’ এ শ্লোগানে অনুষ্ঠিত সভায় রামুর প্রাক্তন ফুটবলারদের নিয়ে ‘রামু সোনালী অতীত ফুটবল লীগ-২০২১’ আয়োজনে দল গঠন ও খেলোয়াড়দের নাম ঘোষনা করা হয়। রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের প্রয়াত সদস্য পরিতোষ চক্রবর্তী বাবুল, কবিরাজ অজিত বড়ুয়া, মমতাজুল আলম ও অলক বড়ুয়ার নামে নামকরন করে চারটি দলের নাম ঘোষনা করা হয়। রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সদস্যরা এ ফুটবল লীগে অংশ গ্রহন করবেন। ২০২১ সালের জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে রামু সোনালী অতীত ফুটবল লীগ-২০২১ আয়োজন করা হবে। সংগঠনের প্রবীন সদস্যদের নিয়ে ‘রামু সোনালী অতীত ফুটবল লীগ ২০২১ পরিচালনা কমিটি’ গঠন করা হয়েছে। লীগ পরিচালনা কমিটির সদস্যরা কোন ফুটবল দলে অংশ নিতে পারবে না। ‘রামু সোনালী অতীত ফুটবল লীগ-২০২১ আয়োজন ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষে ঐক্যমত পোষন করে সংগঠনের সদস্যরা। সভায় রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সদস্যদের লটারীর মাধ্যমে চারটি দলে বিভক্ত করা হয়েছে।
পরিতোষ চক্রবর্তী বাবুল ফুটবল দলের খেলোয়াড়রা হলেন, বিপুল বড়ুয়া আব্বু, অমিয় বড়ুয়া, বিকাশ বড়ুয়া, মিজবাহ উদ্দিন, বিপ্লব বড়ুয়া, শফিউল আলম লালু, সবুজ বড়ুয়া, আবদুর রহিম, মো. নুরুল আলম, দুলাল বড়ুয়া (শ্রীকুল), মো. নুরুল্লাহ মঞ্জুরে খোদা, কাউসার উল হক, সোহাস বড়ুয়া, পলাশ বড়ুয়া, প্রকাশ সিকদার, ইসকান্দর মীর্জা, সুজীব বড়ুয়া, মো. হোসাইন সানী, মুরাদ সুলতান, আহামদ, সংগীত বড়ুয়া, বদরুল হুদা, রিয়াজ উল আলম, অধ্যক্ষ রাজু বড়ুয়া, ইঞ্জিনিয়ার তরুন বড়ুয়া, মো. শহীদুল্লাহ, শাশুল আলম (মেরংলোয়া)।
কবিরাজ অজিত বড়ুয়া ফুটবল দলের খেলোয়াড়রা হলেন, অভি বড়ুয়া নুনু, মো. রুহুল আমিন রকি, টিপু বড়ুয়া, উজ্জল বড়ুয়া, ফরিদুল আলম, মোর্শেদুল আলম, কাজল বড়ুয়া, জীবক বড়ুয়া, বিমল বড়ুয়া, মো. হোসাইন, রাশেদুল ইসলাম বাবু, অরুন বড়ুয়া, সুকুমার বড়ুয়া, অসিত পাল, তরুপ বড়ুয়া, সুরেশ বড়ুয়া, দেবপ্রসাদ বড়ুয়া টিপু, মো. ইউনুচ রানা চৌধূরী, লিটন বড়ুয়া, ডেবিট বড়ুয়া, গিয়াস উদ্দিন, দর্পণ বড়ুয়া, সমর বড়ুয়া, আবছার কামাল, তরুন বড়ুয়া, ক্ষেমেশ বড়ুয়া, আকতার কামাল।
মমতাজুল আলম ফুটবল দলের খেলোয়াড়রা হলেন, কাকন বড়ুয়া, সুকুমার বড়ুয়া বুলু, রিটু বড়ুয়া, প্রতীতি বড়ুয়া, খালেদ শহীদ, আবুল মনসুর, আপন বড়ুয়া, ছিদ্দিক আহমদ, অমিত বড়ুয়া, প্রবাল বড়ুয়া, শেখ ইসহাক পাখি, চঞ্চল বড়ুয়া, ইলক বড়ুয়া, তুহিন বড়ুয়া শানু, নুরুল কবির হেলাল, সুশান্ত পাল বাচ্চু, নুরুল হক চৌধুরী, মোর্শেদুল আলম, চম্পক বড়ুয়া, নীলোৎপল বড়ুয়া, ডা. রবীন্দ্র শর্মা, আবদুল হক, অনুপ বড়ুয়া, রতন মল্লিক, টিটু বড়ুয়া (ফ্রান্স), ছালেহ আহমদ।
অলক বড়ুয়া ফুটবল দলের খেলোয়াড়রা হলেন, রাজু বড়ুয়া, বিজন বড়ুয়া, রূপায়ন বড়ুয়া, টিটু বড়ুয়া, ওমর ফারুক মাসুম, সজল বড়ুয়া, সবুজ বড়ুয়া (ঢাকা), এইচ বি পান্থ, পুলক বড়ুয়া, দুলাল বড়ুয়া, পদ্ম বড়ুয়া, জিটু বড়ুয়া, রূপন বড়ুয়া, তাজল বড়ুয়া, কিশোর বড়ুয়া, শিপন বড়ুয়া, ব্যুমকেশ বড়ুয়া, ফরিদুল আলম চেয়ারম্যান, বাবুল বড়ুয়া, সুপন বড়ুয়া শিপন, সুলক বড়ুয়া, শাহ আলম, পিপলু বড়ুয়া, প্রবাল বড়ুয়া নিশান, চন্দন দাশ, শামশুল আলম, সুবীর বড়ুয়া বুলু।
পলক বড়ুয়া আপ্পুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় আরও অংশ নেন, নীলোৎপল বড়ুয়া, শামশুল আলম, অনুপ বড়ুয়া, তরুপ বড়ুয়া, পুলক বড়ুয়া, মোহাম্মদ হোসাইন সানি, তুহিন বড়ুয়া শানু, খালেদ শহীদ, সুজীব বড়ুয়া, অসিত পাল, বিদ্যুৎ বড়ুয়া, সংগীত বড়ুয়া, রিটু বড়ুয়া, রূপায়ন বড়ুয়া, মো. ইসকান্দর মীর্জা, প্রতীতি বড়ুয়া, ইলক বড়ুয়া, কাউছার উল হক, পলাশ বড়ুয়া, সুলক বড়ুয়া, অরুন বড়ুয়া, সুপন বড়ুয়া শিপন, বিকাশ বড়ুয়া, বিপুল বড়ুয়া আব্বু, চম্পক বড়ুয়া, মো. আবদুর রহিম, মোর্শেদুর রহমান, রাশেদুল ইসলাম বাবু, শফিউল আলম লালু, অভি বড়ুয়া নুনু, ডেভিট বড়ুয়া, ফরিদুল আলম, মোহাম্মদ হোসাইন, উজ্জ্বল বড়ুয়া, আহাম্মদ, টিপু বড়ুয়া, প্রবাল বড়ুয়া, সুহাস বড়ুয়া, শেখ ইসহাক পাখি, দুলাল বড়ুয়া, সুরেশ বড়ুয়া, আবুল মনসুর, ওমর ফারুক মাসুম প্রমুখ।