রামুনিউজ টোয়েন্টিফোর ডটকম:
দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে সঠিক সময়ে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক করে পরিপত্র জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
৭ আগস্ট জারি করা পরিপত্রে বলা হয়েছে, জাতীয় সঙ্গীত গাওয়া ও জাতীয় পতাকা উত্তোলনে ব্যতয় ঘটলে সংশ্লিষ্ট প্রধান শিক্ষক, ক্লাস্টারের সহকারী শিক্ষা অফিসার ও থানা শিক্ষা অফিসারগণ ব্যক্তিগত ভাবে দায়ী থাকবেন।
অধিদপ্তরের পরিচালক (পলিসি) মো. আনোয়ারুল হক স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, ইদানীং পত্রিকায় প্রকাশিত খবরে জানা যায় দেশের প্রায় ১৩ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত জাতীয় সঙ্গীত গাওয়া হয় না এবং পতাকা উত্তোলন করা হয় না। ফলে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম গঠনে ভূমিকা রাখতে পারছে না যা মোটেই কাম্য নয়। প্রতিটি কর্মদিবসে বাধ্যতামূলকভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন করতে হবে এবং জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। মাঠ বা খোলা জায়গা না থাকলে বিদ্যালয়ের বারান্দায় বা শ্রেণিকক্ষে জাতীয় সঙ্গীত পরিবেশন করতে হবে।