প্রজ্ঞানন্দ ভিক্ষুর টাইমলাইন থেকেঃ
করোনার খাবার যখন ‘মানব হৃদয়’ কে কখন বিদায় নেয়, কাকে কখন বিদায় দিতে হয় তা বলা মুশকিল হয়ে পড়েছে।
এরিমধ্যে বাংলাদেশের ১০ হাজারেরও অধিক মানুষ সহ বিশ্বের ৩০ লাখেরও বেশি মানুষের হৃদয় খেয়ে ফেলেছে নিঠুর করোনা।
গোটা বিশ্ব আর পুরো মানব জাতি আজ বড্ড অসহায় হয়ে পড়েছে করোনার কাছে। আজ যে সকাল জীবনে এসেছে তা কাল যে আসবে এর কোনো নিশ্চয়তা নেই।