মোঃ নাজমুল হুদা,লামাঃ
লামা উপজেলার রুপসী পাড়া ইউনিয়নে ট্রলি গাড়ির ধাক্কায় ৩য় শ্রেণীর ছাত্র গুরুতর হয়েছেন।মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সাড়ে ১১ টার দিকে ইউনিয়নের ৬নং ওয়ার্ড ছিংক্ষুমঝিরি এলাকায় এক ট্রলি গাড়ি দূর্ঘটনায় এক শিশু গুরুতর আহত হয়।
প্রথমে শিশুটিকে লামা হাসপাতালে নেওয়া হলে,শিশুটির অবস্থা গুরুতর হওয়ায় কতর্ব্যরত চিকিৎসক কক্সবাজার মেডিকেল হাসপাতালে রেফার করেন।
খোঁজ নিয়ে জানা যায়,আহত মোঃ এখলাছ হোসেন (১২) রুপসী পাড়া কাটা পাহাড় মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র,৫নং ওয়ার্ড, গ্রাম মুসলিম পাড়া,পিতা- বেলাল হোসেন এর ছোট ছেলে।
এই বিষয় ফোনে রুপসী পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাছিং প্রু মার্মার সাথে কথা হলে তিনি বলেন,শিশুটিকে দ্রুত চিকিৎসা করার জন্য এবং তিনি সহোযোগিতায় করার আশ্বাস দেন।