মোঃ নাজমুল হুদা, লামা:
কক্সবাজারের চকরিয়ার বমু-বিলছড়ি ইউনিয়নের পরিষদের এর নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্য সদস্যদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারী) বিকাল ৩ টায় ইউনিয়ন পরিষদ মাঠে বমু-বিলছড়ি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মঞ্জুরুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ আলহাজ্ব জাফর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল, চকরিয়া ইউএনও জে পি দেওয়ান,লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম,সুরাজপুর-মানিকপুরের ইউপি চেয়ারম্যান আজিমুল হক প্রমুখ।
উক্ত সংবর্ধনা সভায় বমু-বিলছড়ি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত মেম্বার ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।