নিজস্ব প্রতিবেদক, রামু :
রামু সোনালী অতীত ওসমান সরওয়ার ফুটবল লীগের ডামাডোল শুরু হয়ে গেছে। আর মাত্র একদিন পরই মাঠে গড়াবে রামুর সাবেক কৃতি ফুটবলার নিয়ে আয়োজিত টুর্নামেন্টটি। এ উপলক্ষে বুধবার (৩০ মার্চ) বিকালে রামু এভারেস্ট টিচিং ইনস্টিটিউট মাঠে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে প্লাবন বড়ুয়া স্মৃতি ফুটবল দলের জার্সি উন্মোচন করা হলো।
রামু উপজেলার সাবেক কৃতি ফুটবল খেলোয়াড়দের নিয়ে জার্সি উন্মোচন করল প্লাবন বড়ুয়া স্মৃতি ফুটবল দল। অনুষ্ঠানে প্লাবন বড়ুয়া স্মৃতি ফুটবল দলের আহ্বায়ক পুলক বড়ুয়া, দলের অর্থ সচিব ও প্রয়াত ফুটবলার প্লাবন বড়ুয়ার ছোট ভাই প্রবাল বড়ুয়া নিশান আনুষ্ঠানিকভাবে নতুন জার্সি তুলে দেন দলের খেলোয়াড়দের হাতে। পরে দলের ম্যাচ পরিকল্পনা নিয়ে আলোচনা সভায় মিলিত হন খেলোয়াড় ও দলের কর্মকর্তারা।
জার্সি উন্মোচন অনুষ্ঠানে টিম ম্যানেজার দেব প্রসাদ বড়ুয়া টিপু বলেন, রামু সোনালী অতীত ওসমান সরওয়ার ফুটবল লীগে অংশ নিতে কঠোর অনুশীলন করেছে দলের খেলোয়াড়রা। উদ্বোধনী দিনেই মাঠে নামবে প্লাবন বড়ুয়া স্মৃতি ফুটবল দল। ভালো খেলবে দলের প্রতিটি খেলোয়াড়। ফিটনেস ঠিক থাকায় তারা মানসিকভাবেও প্রস্তুত আছে। ফলে জয়ের ব্যাপারে আমরা আশাবাদী।
জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্লাবন বড়ুয়া স্মৃতি ফুটবল দলের উপদেষ্টা ছালেহ আহমদ, ডা. রবীন্দ্র শর্মা, অমিত বড়ুয়া, রিয়াজ উল আলম, কোচ শামশুল আলম, টিম ম্যানেজার দেবপ্রসাদ বড়ুয়া টিপু, সহকারি টিম ম্যানেজার প্রমতোষ বড়ুয়া, সদস্য মো. নুরুল্লাহ, রাজু বড়ুয়া, অসিত পাল, খালেদ শহীদ, হিমাদ্রী বড়ুয়া পান্থ, টিটু বড়ুয়া, আবুল মনছুর, ইসকান্দর মীর্জা, সুলক বড়ুয়া, আবদুর রহিম, নুরুল কবির হেলাল, নুরুল আলম, নুরুল হক চৌধুরী, কাউছার উল হক, পলাশ বড়ুয়া, মো. ইসহাক পাখি, রাজু বড়ুয়া, রূপায়ন বড়ুয়া, প্রণয় বড়ুয়া পদ্ম, সবুজ বড়ুয়া প্রমুখ।
রামু সোনালী অতীত ওসমান সরওয়ার ফুটবল লীগ ২০২২ শুভ উদ্বোধন হচ্ছে, আগামী শুক্রবার (১ এপ্রিল) বিকাল ৩ টায় রামু স্টেডিয়ামে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আবীর বড়ুয়া স্মৃতি ফুটবল দল বনাম প্লাবন বড়ুয়া স্মৃতি ফুটবল দল।