সাংবাদিককে মারধরের ঘটনার পর ঢাকার কামরাঙ্গীরচরের এসপিএ রিভারসাইড মেডিকেল সেন্টারের কার্যক্রম বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শফিউর রহমান স্বাক্ষরিত এক আদেশে ওই হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।
এতে বলা হয়েছে, “আশ্রাফাবাদের ভাই ভাই সুপার মার্কেটে অবস্থিত এসপিএ রিভারসাইড মেডিকেল সেন্টারটি স্বাস্থ্য অধিদপ্তরের নিবন্ধিত নয়। অনিবন্ধিত প্রতিষ্ঠান পরিচালনা বেআইনি বিধায় প্রতিষ্ঠানটির সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হলো।”
এদিকে পেশাগত দায়িত্ব পালনের সময় বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশনের দুই সংবাদকর্মী হাসান মিসবাহ ও সাজু মিয়ার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে।
বৃহস্পতিবার বিকালে কারওয়ানের বাজারের সার্ক ফোয়ারায় অনুষ্ঠিত এই মানববন্ধনে গণমাধ্যমকর্মী, চলচ্চিত্র নির্মাতা, সাংস্কৃতিককর্মীসহ বিভিন্নজন অংশ নেন।
গত মঙ্গলবার রাজধানীর কামরাঙ্গীরচরে এসপিএ রিভারসাইড মেডিকেল সেন্টারের অনিয়মের সংবাদ সংগ্রহের সময় হাসান ও সাজুর উপর হামলা হয়। তাদের দুই ঘণ্টা আটকে রেখে মারধর করা হয়।
হাসপাতাল মালিকের নেতৃত্বে মারধরের সময় কামরাঙ্গীরচর থানার এক এসআইও অংশ নেন বলে অভিযোগ উঠেছে৷
সূত্র : বিডিনিউজ