রামুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস – ২০২২ উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ আগস্ট (সোমবার) রামু উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল দশটায় উক্ত সভা অনুষ্ঠিত হয়।
রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভাইস-চেয়ারম্যান মোহাঃ সালাহ উদ্দিন, মহিলা ভাইস-চেয়ারম্যান আফসানা জেসমিন পপি, সহকারী কমিশনার (ভূমি) নিরূপম মজুমদার, রামু থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম প্রমূখ।

সভায় অন্যান্যদের মধ্যে রামু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামশুল আলম মন্ডল, রামু ফায়ার স্টেশনের ইনচার্জ সৌমেন বড়ুয়া, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুর রহমান, বাংলাদেশ ইসলামী গবেষণা পরিষদ রামু উপজেলা শাখার পরিদর্শক সাইফুদ্দীন খালেদ প্রমূখ বক্তব্য রাখেন।
আলোচনা সভার শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের শহীদ সকল সদস্যদের উদ্দেশে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল কাদের এবং রামু জামে মসজিদের খতিব মাওলানা নুরুল হাকিম।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অধ্যাপক পরীক্ষিত বড়ুয়া টুটুন।