রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস – ২০২২ পালিত হয়েছে।
জাতীয় শোক দিবস উপলক্ষে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মসূচীর মধ্যে ছিল সকালে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, দিনব্যাপী রোগীদের বিনামূল্যে চিকিৎসা সহায়তা, করোনা ভ্যাকসিন চলমান রাখা, সকল ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্র, কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সেবাদান, শহিদ স্মরণে বিশেষ মোনাজাত, শোকর্যালী, আলোচনা সভা ও হাসপাতালে ভর্তিকৃত রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ।
১৫ আগস্ট (সোমবার) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে জাতীয় শোক দিবসের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কমকর্তা ডাঃ নোবেল কুমার বড়ূয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন যথাক্রমে আরএমও ডাঃ সৃজন রায় তীর্থ, এমওডিসি ডাঃ রিপন চৌধুরী, মেডিকেল অফিসার ডাঃ অনীক বড়ূয়া দীপ্ত, ডাঃ আনোয়ারুল আশিক, ডাঃ তাহমিদ আশরাফ, ডাঃ নাঈম সরকার, ডাঃ নুরুল হুদা শাওন, ডাঃ শারমীন জাহান, ফার্মাসিষ্ট সমর শর্মা, স্বাস্থ্য পরিদর্শক দর্পন বড়ুয়া, এমটি ইপিআই আলী আকবর, অফিস সহকারী দীপংকর বড়ুয়া ধীমান, নার্সিং সুপারভাইজার মিল্কী পাল প্রমুখ।