জ্বালানি তেল, লোডশেডিং, পরিবহন ভাড়াসহ সকল প্রকার দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নুরে আলম ও আব্দুর রহিম হত্যার প্রতিবাদে লামায় বিএনপির বিক্ষোভ মিছিল ও গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ আগস্ট) বিকেল ৪টায় লামা পৌর বাস টার্মিনাল থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিল লামা বাজার প্রদক্ষিণ শেষে নয়াপাড়াস্থ গজালিয়া জীপ স্টেশনে সমাবেশে মিলিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি ও জেলা পরিষদের চেয়ারম্যান মিসেস ম্যামাচিং।
প্রধান বক্তা ছিলেন বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাবেদ রেজা, সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন। সভায় সভাপতিত্ব করেন লামা উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রব।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আরিফ চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি লুসাইং মং,জেলা মহিলা দলের সভাপতি কাজী নিরুতাজ বেগম, সাংবাদিক রুহুল আমিন,আবু তাহেরসহ বিভিন্ন স্থরের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা।