কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপ ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন করেছেন ৪৭ স্কাউটস।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকাল ৫টায় কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যাল মাঠে চার দিনব্যাপী স্কাউট প্রশিক্ষণ ক্যাম্পে ৪৭ স্কাউটস তাঁবু বাস, দীক্ষা ও ব্যাজ প্রদান অনুষ্ঠানের মাধ্যমে গ্রুপ ক্যাম্প সম্পন্ন করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও বাংলাদেশ স্কাউটস, কক্সবাজার জেলার সহ-সভাপতি বিভীষণ কান্তি দাশ স্কাউটসদের হাতে ‘গ্রুপ ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান’ সনদপত্র প্রদান করেন। কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ক্যাম্প চীফ রাম মোহন সেন এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষণ কান্তি দাশ বলেন, স্কাউটসের শিক্ষা হচ্ছে নেতৃত্বগুণ অর্জন করা। কষ্ট করার মানসিকতা, অপরজনের সাথে শেয়ারিং ও ছাড় দেয়ার মানসিকতা সহ সময় বিবেচনা বোধ শিক্ষা দেয় স্কাউট। তিনি শিক্ষার্থীদের সচেতন করে দিয়ে বলেন, পড়ালেখা ঠিক রেখেই স্কাউটে এগিয়ে আসতে হবে।
কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ইউনিট লিডার ও প্রোগ্রাম চীফ মো. ইব্রাহিম খলিলের সঞ্চালনায় অনুষ্ঠিত গ্রুপ ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠানে বক্তৃতা করেন, বাংলাদেশ স্কাউটস, কক্সবাজার জেলার সহ-সভাপতি ও লিডার ট্রেইনার আ ন ম আজগর হোছাইন, সাধারণ সম্পাদক তপন কুমার শর্মা, বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চল এলটি প্রতিনিধি ও লিডার ট্রেইনার জসিম উদ্দিন, অভিভাবক খালেদ শহীদ ও সেলিনা বেগম প্রমূখ।
দীক্ষা ও সনদ প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটস পিআরএস সহকারি লিডার ট্রেইনার এ কে এম মনিরুল হক,
বাংলাদেশ স্কাউটস কক্সবাজার জেলার লিডার ট্রেইনার ফরিদুল আলম, কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোক্তার আহমদ, নাসিমা পারভীন শাকিলা, জালাল উদ্দীন, বিকাশ চন্দ্র সরকার ও মো. শাহাব উদ্দিন প্রমূখ।
কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে ২৯ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত চার দিনব্যাপী স্কাউট গ্রুপ ক্যাম্পে ৪৭ জন স্কাউটসকে প্রশিক্ষণ দিয়েছেন, লিডার ট্রেইনার আ ন ম আজগর হোছাইন, লিডার ট্রেইনার জসিম উদ্দিন, সহকারি লিডার ট্রেইনার মো. সেলিম উদ্দিন, ইউনিট লিডার মো. ইব্রাহিম খলিল।