কক্সবাজারের রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারে শুভ মধু পূর্ণিমা – ২০২২ সাড়ম্বরে উদযাপিত হয়েছে।
৯ সেপ্টেম্বর, শুক্রবার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে স্মৃতি বিজড়িত দিনটি পালিত হলো।
দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল বুদ্ধপূজা দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, মধুদান, অষ্টশীল গ্রহণ, প্রদীপ প্রজ্জ্বলন, বিহারে আলোকসজ্জা, ধর্মীয় ও জাতীয় পতাকা উত্তোলন, দেশ ও বিশ্বশান্তি কামনায় সমবেত উপাসনা, ধর্মশ্রবণসহ নানাবিধ আনুষ্ঠানিকতা।
শুভ মধু পূর্ণিমা উদযাপন উপলক্ষে সকালে অনুষ্ঠিত সংঘদান ও অষ্টপরিষ্কার দান মহামান্য উপসংঘরাজ পণ্ডিত ভদন্ত সত্যপ্রিয মহাথের এবং রামু উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বনবিহারের অধ্যক্ষ ভদন্ত সারমিত্র মহাথের’র উদ্দেশে উৎসর্গ করা হয়।
পার্বত্য উপজেলা নাইক্ষংছড়ি ধুংরী হেডম্যানপাড়া বিহারের অধ্যক্ষ উঃ আছাবা মহাথের’র সভাপতিত্বে অনুষ্ঠিত ধর্মালোচনা সভায় ধর্মদেশনা দান করেন রামু কেন্দ্রীয় সীমা বিহারের ভদন্ত শীলপ্রিয় মহাথের, ভদন্ত শরণপ্রিয় থের, ভদন্ত প্রজ্ঞানন্দ থের প্রমূখ ভিক্ষুসংঘ।
বস্তুত, ভাদ্র পূর্ণিমার অপর নাম মধু পূর্ণিমা। ভাদ্র মাসে তথা ভাদ্র পূর্ণিমা তিথিতে পালিত এ দিনটি পালনের পিছনে রয়েছে বুদ্ধযুগের এক অনন্য ঐতিহাসিক ঘটনা।
মূলত, পারিলেয়্য নামক এক বনে বানর কতৃক তথাগত গৌতম বুদ্ধকে মধুদানের ঘটনাকে কেন্দ্র করে বৌদ্ধরা ভিক্ষুসংঘকে মধুদান করে স্মৃতি বিজড়িত এই দিনটিকে পালন করে থাকেন।