বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির উদ্যোগে কক্সবাজারে প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়েছে। বুধবার, ২৮ সেপ্টেম্বর বিকালে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন কক্সবাজার জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে মিলাদ মাহফিল, আলোচনা সভা ও কেক কেটে দিবসটি পালন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. হাশেম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক চাকমারকুল ইউপি সদস্য ছৈয়দ নুর।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন কক্সবাজার শাখার সাধারণ সম্পাদক খুনিয়াপালং ইউপি সদস্য আবদুল্লাহ বিদ্যুৎ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- রামু উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি ও চাকমারকুল ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন কক্সবাজার শাখার সহ সভাপতি মহি উদ্দিন, চকরিয়া উপজেলা সভাপতি শওকত ইসলাম, সাধারণ সম্পাদক এনামুল হক, চাকমারকুল ইউপি সদস্য নুরুল ইসলাম, সাহাব উদ্দিন, রাসেল, মরিয়ম বেগম, আল মর্জিনা ও গুলজার বেগম, রাজারকুল ইউপি সদস্য রেশমি সুলতানা কলি, চকরিয়া উপজেলা শাখার পারভীন আকতার, জাফর আলম, রেজাউল করিম, নাছির উদ্দিন ও আশিকুর রহমান, হোয়াইক্যং ইউপি সদস্য ছেনু আরা, বাদশা মিয়া, রশিদ আহমদ, কবির আহমদ, হাছান আহমদ, মো. আলম ও সিরাজুল ইসলাম, হ্নীলা ইউপি সদস্য হোসাইন আহমদ, মো. আলী, নুরুল হুদা, মো. বেলাল, রেজাউল করিম ও মর্জিনা আকতার ছিদ্দিকী, বাহারছড়া ইউপি সদস্য ফরিদ উল্লাহ ও হুমায়ন কাদের প্রমূখ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ কেক কেটে প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার জন্মদিন পালন করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং কক্সবাজার শাখার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।