রামুতে উপজেলা আইন শৃংখলা, সন্ত্রাস, নাশকতা ও চোরাচালান প্রতিরোধ সংক্রান্ত মাসিক সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল ১০ টা থেকে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা।
সভায় শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠান শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় রামুবাসির প্রতি ধন্যবাদ জানানো হয়। এছাড়া উপজেলার কচ্ছপিয়া-গর্জনিয়া সীমান্ত এলাকা দিয়ে মায়ানমারের গরু আনা, মাদক, যানজট, বাল্যবিবাহ, চুরি-ডাকাতি, অপহরণসহ সকল প্রকার অপরাধ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে টাস্কফোর্স গঠনসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আসন্ন ঈদে মিলাদুন্নবী(স:) ও প্রবারণা পূর্ণিমা-কল্পজাহাজ ভাসানো উৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন ইউএনও।
সভায় বক্তব্য রাখেন রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার, রামু থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল হোসাইন, রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ সৌমেন বড়ুয়া, রামু উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মামুনুর রশিদ, চাকমারকুল ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো, জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স, খুনিয়াপালং ইউপি চেয়ারম্যান আব্দুল হক, রশিদনগর ইউপি চেয়ারম্যান এমডি শাহ আলম, কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান আবু মোঃ ইসমাইল নোমান, রামু প্রেস ক্লাব সভাপতি নীতিশ বড়ুয়া, সাবেক সভাপতি আমির হোসাইন হেলালী, নুরুল ইসলাম সেলিম, জোয়ারিয়ানালা রেঞ্জ কর্মকর্তা সোলতান মাহমুদ টিটু, বিজিবি কর্মকর্তা শাহ আলম, ইসলামি ফাউন্ডেশনের মৌ. আবু বক্কর, কাজী আবু বক্কর সিদ্দিক, রামু কেন্দ্রীয় প্রবারণা ও কল্পজাহাজ ভাসানো উৎসব উদযাপন পরিষদ সভাপতি অর্পণ বড়ুয়া প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।