কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ড (রামু উপজেলা) সদস্য পদপ্রার্থী ফরিদুল আলমের হাতি মার্কার নির্বাচন পরিচালনা কমিটি গঠন হয়েছে। বৃস্পতিবার জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী ফরিদুল আলমের হাতি মার্কার সমর্থনে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়।
গঠিত কমিটিতে কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুল আলমকে চেয়ারম্যান, চাকমারকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, রাজারকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিজুর রহমান, রশিদনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমডি শাহ আলম ও কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু মোহাম্মদ ইসমাইল নোমানকে কো-চেয়ারম্যান, ঈদগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টোকে সদস্য সচিব, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টোকে অর্থ সচিব, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইউনুচ ভুট্টোকে সহ-অর্থ সচিব, কক্সবাজার জেলা মেম্বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের মেম্বার আবদুল্লাহ বিদ্যুৎকে প্রচার সচিব, জোয়ারিয়ানালার এম এম আবুল কালাম আজাদকে আপ্যায়ন সচিব ও গর্জনিয়া ইউনিয়নের আবুল কাসেম মেম্বারকে যোগাযোগ সচিব করা হয়েছে।
এছাড়া রামু উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও বিশিষ্টজনদের নিয়ে ২১ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।