রোরবার বগুড়া গাবতলীর বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রী কলেজের বিদায়ী শিক্ষার্থীদের আয়োজনে এইচএসসি শিক্ষার্থী ব্যাচের বিদায় অনুষ্ঠান বেলা ১১টায় কলেজ মাঠে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৭ এলাকার সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু’র সহধর্মিনী এবং দৈনিক উত্তর কোণ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক এবং গ্রীণ কলাকোপা এষ্টেট মহাপরিচালক বেগম শামসুন নাহার জামান তালুকদার।
বিদায়ী শিক্ষার্থী হারিছা জামান আরসি ও সজিব হাসানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আজিজুল হক, সহকারী অধ্যাপক তফিজ উদ্দিন, সহকারী অধ্যাপক নূরুল ইসলাম, সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, সহকারী অধ্যাপক জহুরুল ইসলাম, সহকারী অধ্যাপক নজমুল হোসেন, প্রভাষক তৌহিদুল ইসলাম, কবির আহম্মেদ রনি, ম্যানেজিং কমিটির সদস্য নজরুল ইসলাম বজলু ও গ্রীন কলাকোপা এষ্টেট এর পরিচালক সাদাদুজ্জামান তালুকদার জাওয়াদ প্রমূখ।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও এইচএসসি শিক্ষার্থীদের কে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।