চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইজে) সভাপতি বাংলানিউজের ডেপুটি এডিটর তপন চক্রবর্তীকে সংবর্ধিত করবে রামু প্রেস ক্লাব। রবিবার (২০ নভেম্বর) বিকালে অনুষ্ঠিত রামু প্রেসক্লাবের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
রামু প্রেসক্লাব সভাপতি নীতিশ বড়ুয়ার সভাপতিত্বে ও সহ-সভাপতি এম আবদুল্লাহ আল মামুনের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত হয় এ সভা।
সভায় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নির্বাচিত হওয়ায় রামু প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা, বাংলানিউজের ডেপুটি এডিটর তপন চক্রবর্তীকে আডম্বরপূর্ণ অনুষ্ঠানে সংবর্ধিত করা, সেন্টমার্টিন দ্বীপে বার্ষিক প্রীতি সম্মিলন, প্রয়াত সাংবাদিক আবীর বড়ুয়া স্মৃতি ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়।
সাধারণ সম্পাদক সোয়েব সাঈদের সঞ্চালনায়, উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন, রামু প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ, সহ-সভাপতি এম আবদুল্লাহ আল মামুন, সহ-সভাপতি খালেদ হোসেন টাপু, যুগ্ম-সাধারণ সম্পাদক আল মাহমুদ ভূট্টো, সহ-সাংগঠনিক সম্পাদক মো. নাছির উদ্দিন, অর্থ সম্পাদক ওবাইদুল হক নোমান, সহ-দপ্তর সম্পাদক শওকত ইসলাম, সহ-প্রচার সম্পাদক আবুল কাশেম সাগর, কার্যকরী সদস্য কফিল উদ্দিন, সদস্য প্রসূন বড়ুয়া, এসএম হুমায়ন কবির, হামিদুল হক, শিপ্ত বড়ুয়া, নুরুল হক সিকদার, মো. আবদুল্লাহ, সহযোগী সদস্য হাবিবুর রহমান সোহেল, প্রকাশ সিকদার, মিজানুল হক।
সভায় রামু প্রেস ক্লাবের উপদেষ্টা ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তীকে সংবর্ধিত করার লক্ষ্যে ‘সংবর্ধনা উপ-পরিষদ’ গঠন করা হয়। এ কমিটিতে খালেদ শহীদকে আহবায়ক, খালেদ হোসেন টাপুকে সদস্য সচিব এবং আল মাহমুদ ভূট্টো, এসএম হুমায়ন কবির ও কপিল উদ্দিনকে যুগ্ন সচিব করা হয়েছে।
এ সভায় রামুর বিশিষ্ট রাজনীতিক, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান শামসুল আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানানো হয়।