আগামী ৭ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কক্সবাজার আগমন উপলক্ষে রামুতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ নভেম্বর সন্ধ্যা ৭ টায় রামু ওসমান ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার-৩(সদর-রামু-ঈদগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।
রামু উপজেলা আওয়ামী লীগ, সহযোগি সংগঠন সমুহ ও জনপ্রতিনিধিদের যৌথ মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২৬ নভেম্বর রামু ষ্টেডিয়ামে প্রস্তুতি সভার আয়োজন এবং পরবর্তীতে ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম পর্যায়ে প্রস্তুতি সভা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় কক্সবাজার জেলা পরিষদ সদস্য ফরিদুল আলম, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক রেজা,প্রবীণ আওয়ামী লীগ নেতা গোলাম কবির, আব্দুল গণি সওদাগর, নুরুল ইসলাম চৌধুরী, হাবিব উল্লাহ চৌধুরী, মাষ্টার কিশোর বড়ুয়া, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টী বাবুল শর্মা, মীর কাসেম হেলালী, কক্সবাজার জেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদক মুসরাত জাহান মুন্নী, কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুল আলম, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো, চাকমারকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, রাজারকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ, ঈদগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ ভুট্টো, রশিদ নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমডি শাহ্ আলম, কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু মো. ইসমাইল নোমান, গর্জনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মাবুদ, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ইউনুছ ভুট্টো, জেলা পরিষদের সাবেক সদস্য নুরুল হক, রামু উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলী হোসেন, উপজেলা- ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দ মতামত ব্যক্ত করেন।