বর্ণাঢ্য আয়োজনে লামার ফাইতং ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুর ২ টায় ইউনিয়ন যুবলীগের আয়োজনে ফাইতং উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে যুবলীগের সভাপতি থোয়াইং সানু মার্মার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী।
বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে অংশ নেন বান্দরবান জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষ্মীপদ দাশ,সাংগঠনিক সম্পাদক ক্যসা প্রু মার্মা, লামা উপজেলা আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, জেলা আ.লীগের উপদেষ্টা মোঃ ফখরুদ্দদীন, দপ্তর সম্পাদক আজহা ত্রিপুরা, বান্দরবান জেলা যুবলীগের আহবায়ক কেলুমং মার্মা,যুগ্ম আহবায়ক ওমর ফারুক,লামা উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দীন (উদ্বোধক), সাধারন সম্পাদক প্রদীপ কান্তি দাশ (প্রধান বক্তা), ফাইতং ইউনিয়ন আ.লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান জালাল উদ্দীন কোং,সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ ওমর ফারুক, জেলা যুবলীগের সদস্য তমিজ উদদীন চৌধুরী, আবু তালেব তাহের,মংচিং হাই মার্মা,উপজেলা যুবলীগের সহ সভাপতি মোঃ আলমগীর,যুগ্ম সম্পাদক আলা উদ্দীন,পৌর যুবলীগের সভাপতি মোঃ সাইদসহ প্রমূখ।
সম্মেলনে ২য় অধিবেশনে সবার মতামতের ভিত্তিতে সভাপতি থোয়াইং সানু মার্মা (২য়বার), সহ সভাপতি যথাক্রমে বোরহান উদ্দিন রিজু,সুইচিং মং মার্মা চুচু,মোঃ সাদ্দাম হোসেন শাহীন,আবু সাইদ,সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন,যুগ্ম সম্পাদক সাদ্দাম হোছাইন,মোঃ আবু হানিফসহ ৮ (আট) সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।
এ সময় বান্দরবান জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ক্যসা প্রু মার্মা বলেন, সহযোগী সংগঠন শক্তিশালী হলে আমাদের আওয়ামী লীগ শক্ত হবে।
তিনি আরও বলেন,আওয়ামী লীগের আমলে যা যা উন্নয়ন হয়েছে তা বিলবোর্ড লাগিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে প্রচার করতে হবে।
যুগ্ম সম্পাদক লক্ষ্মীপদ দাশ বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপন সততা,মেধা,প্রজ্ঞা,পরিপূর্ণতায় বিশ্বে তৃতীয় রাষ্ট্র প্রধান হিসেবে স্বীকৃতি পেয়েছে।
বান্দরবান জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ ইসলাম বেবী বলেন, পার্বত্য চট্টগ্রামে আমরা সম্প্রতি,শান্তি,উন্নয়ন বজায় রেখে দেশকে এগিয়ে নিয়ে যাব।