কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও বাল্যবিবাহ মুক্ত কক্সবাজার গড়তে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত হয়েছে। বাংলাদেশ দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন উন্নতশীল দেশের কাতারে। দেশের উন্নয়নের প্রতিবন্ধকতা সৃষ্টি করে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও বাল্যবিবাহ। তাই এই ব্যাধি থেকে আমাদের মুক্তি লাভ করতে হবে।
শুক্রবার (২৫ নভেম্বর) বিকালে রামু চা-বাগান খেলাঘর আয়োজিত “বীরমুক্তিযোদ্ধা পুলিন কুমার বড়ুয়া স্মৃতি” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
সাইমুম সরওয়ার কমল এমপি বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে সাড়া দিয়ে যারা নিজের জীবনবাজি রেখে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এমন একজন বীর সেনানী পুলিন বড়ুয়াকে সম্মান জানানোর জন্য আয়োজক স্থানীয় যুবসমাজকে ধন্যবাদ জানান।
জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জোয়ারিয়ানালা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবছার কামাল সিকদার।
এতে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামু উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নুরুল হক চেয়ারম্যান, ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা রনধীর বড়ুয়া, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়ুয়া, মুক্তিযোদ্ধা সন্তান টিটু বড়ুয়া।
নির্ধারিত সময়ে খেলা গোলশুন্য ভাবে শেষ হলে টাইব্রেকারে চা-বাগান সিনিয়র ফুটবল একাদশকে হারিয়ে ফতেখাঁরকুলের ফারিকুল ফুটবল একাদশ টুর্নামেন্টের শিরোপা লাভ করে। খেলায় রেফারি ছিলেন রামু সরকারি কলেজের শিক্ষক কৃতি ফুটবলার জাহাঙ্গীর আলম।
চা-বাগান খেলাঘর আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রপি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেদী হাসান রিয়াদ। ইউনিয়ন যুবলীগ নেতা জসিম উদ্দিন, মো. রিফাত, প্রবীণ আওয়ামী লীগ নেতা মাষ্টার ফজল করিম, বাবুল বড়ুয়া, ব্যবসায়ী নেতা ছাবের আহমদ, দিদারুল আলম, সুজন বড়ুয়া, কামাল পাশা প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।