জানা-অজানার মধ্যেই, প্রতিনিয়ত আমাদের সমাজে, রাষ্ট্রে বিভিন্ন পরিবর্তন সাধিত হচ্ছে। এর মধ্যেই আমরা হাঁটছি মধ্যম আয়ের দেশ থেকে উন্নত আয়ের দেশের পথে। এই পথটা সহজ না। এখানে আমাদের করণীয় অনেক কিছু আছে। সমাজে আমরা সকলে মিলে যখন উন্নত হতে পারবো, তখন বলতে পারবো সুষম উন্নয়ন, উন্নত বাংলাদেশ। রামুতে শেখ কামাল আন্তঃস্কুল-মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা এ কথা বলেন।
বুধবার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুবীর বড়ুয়া বুলু। বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠানে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার প্রদান করা হবে।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা জাতীয় পতাকা ও অনুষ্ঠানের সভাপতি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুবীর বড়ুয়া বুলু বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের পতাকা উত্তোলন করেন এবং বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয় রামুতে শেখ কামাল আন্তঃস্কুল-মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের স্বাগত জানিয়ে ইউএনও ফাহমিদা মুস্তফা বলেন, প্রতিযোগিতা মানেই নিজেকে আরও শানিত করা। নিজেকে সমৃদ্ধ করা। আমাদের যেমন রাষ্ট্রনায়ক দরকার, তেমনি আমাদের এ্যাথলেটস্ দরকার। তোমাদের থেকেই বিশ্বমানের এ্যাথলেটস্ গড়ে উঠবে। তিনি বলেন, পড়ালেখার পাশাপাশি নানা ধরণের খেলাধুলার আয়োজন করা হয়। বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের মাধ্যমে পুরো দেশব্যাপী এই প্রতিযোগিতায় ২০ লক্ষ প্রতিযোগী অংশ নিচ্ছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামু উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কিশোর বড়ুয়া, রামু ব্রাদার্স ইউনিয়নের সভাপতি মো. নবু আলম, রামু এভারেস্ট টিচিং ইনস্টিটিউটের অধ্যক্ষ রাজু বড়ুয়া, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের আহ্বায়ক তরুপ বড়ুয়া, রামু প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ, জোয়ারিয়ানালা এইচ এম সাঁচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুল হক সিকদার, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুর আহমদ, রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়নাল আবেদিন, গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কায়ছার জাহান চৌধুরী, মেরংলোয়া রহমানিয়া ইসলামিয়া আলীম মাদ্রাসার সুপার মাওলানা মো. রফিক, উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সুকুমার বড়ুয়া বুলু, নির্বাহী সদস্য গিয়াস উদ্দিন, উপজেলা স্কাউট সম্পাদক আঙ্গুর বালা, রামু ফুটবল ট্রেনিং সেন্টারের পরিচালক সুপন বড়ুয়া শিপন, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়েন ক্রীড়া শিক্ষক ছৈয়দ আলম প্রমুখ।
রামু উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ‘শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২৩ রামু উপজেলা কমিটি’র পরিচালনায় চারটি বিভাগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে গতকাল বুধবার ‘ক’ গ্রুপে ১০০ ও ২০০ মিটার দৌড়, ‘খ’ গ্রুপে ১০০, ২০০, ৪০০, ৮০০ ও রিলে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ এ্যাথলেটিকস প্রতিযোগিতায় দুই শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহন করে।
গতকাল বুধবার অনুষ্ঠিত ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপ বালক বিভাগে জোয়ারিয়ানালা এইচ এম সাঁচি উচ্চ বিদ্যালয়ের ছাত্র মো. নাবিল প্রথম স্থান, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের ছাত্র রাশেদুল করিম দ্বিতীয় স্থান, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রতীক বড়ুয়া দৃশ্য তৃতীয় স্থান, বালিকা বিভাগে শেখ হাসিনা জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী জান্নাতুল ফেরদৌস নাঈমা প্রথম স্থান, রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী তানজিনা ইসলাম রিয়া দ্বিতীয় স্থান ও সাতিয়া মুনতাহা তৃতীয় স্থান এবং ‘খ’ গ্রুপ বালক বিভাগে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র তানজিল আলম চাঁদ প্রথম স্থান, হারুন কায়সার সৌম দ্বিতীয় স্থান, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের ছাত্র মিজবাউল করিম তৃতীয় স্থান, বালিকা বিভাগে শেখ হাসিনা জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রিফা আকতার প্রথম স্থান, আলহাজ্ব ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রী উছাইথে মারমা দ্বিতীয় স্থান, রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী আসমা আকতার তৃতীয় স্থান অর্জন করে।
২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপ বালক বিভাগে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রতীক বড়ুয়া দৃশ্য প্রথম স্থান, আলহাজ্ব ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাইশেহ্লা চাক দ্বিতীয় স্থান, জোয়ারিয়ানালা এইচ এম সাঁচি উচ্চ বিদ্যালয়ের ছাত্র মো. রিশাদ তৃতীয় স্থান, বালিকা বিভাগে রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী তানজিনা ইসলাম রিয়া প্রথম স্থান, শেখ হাসিনা জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী জান্নাতুল ফেরদৌস নাঈমা দ্বিতীয় স্থান, রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী সাতিয়া মুনতাহা তৃতীয় স্থান এবং ‘খ’ গ্রুপ বালক বিভাগে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র তানজিল আলম চাঁদ প্রথম স্থান, হারুন কায়সার সৌম দ্বিতীয় স্থান, জোয়ারিয়ানালা এইচ এম সাঁচি উচ্চ বিদ্যালয়ের ছাত্র মো. লুৎফুর রহমান তৃতীয় স্থান, বালিকা বিভাগে শেখ হাসিনা জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রিফা আকতার প্রথম স্থান, রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী হালিমা ছিদ্দিকা দ্বিতীয় স্থান, আলহাজ্ব ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রী উছাইথে মারমা তৃতীয় স্থান অর্জন করে।
৪০০ মিটার দৌড় প্রতিযোগিতায় ‘খ’ গ্রুপ বালক বিভাগে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র তানজিল আলম চাঁদ প্রথম স্থান, বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের ছাত্র নাজমুচ সাকিব দ্বিতীয় স্থান, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র হারুন কায়সার সৌম তৃতীয় স্থান, বালিকা বিভাগে শেখ হাসিনা জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রিফা আকতার প্রথম স্থান, শাকি মনি দ্বিতীয় স্থান, আলহাজ্ব ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রী উছাইথে মারমা তৃতীয় স্থান অর্জন করে।
৮০০ মিটার দৌড় প্রতিযোগিতায় ‘খ’ গ্রুপ বালক বিভাগে আলহাজ্ব ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র সাদেক আবদুল্লাহ প্রথম স্থান, জোয়ারিয়ানালা এইচ এম সাঁচি উচ্চ বিদ্যালয়ের ছাত্র তানজিম নূর দ্বিতীয় স্থান, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র আনাজ বিন হক তৃতীয় স্থান, বালিকা বিভাগে শেখ হাসিনা জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রিফা আকতার প্রথম স্থান, শাকি মনি দ্বিতীয় স্থান, জোয়ারিয়ানালা এইচ এম সাঁচি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সুমি আকতার তৃতীয় স্থান অর্জন করে।
৪০০ মিটার রিলে প্রতিযোগিতায় ‘খ’ গ্রুপ বালক বিভাগে আলহাজ্ব ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র সাদেক আবদুল্লাহ, নয়ন বড়ুয়া, রফিকুল ইসলাম, অতুল বড়ুয়া প্রথম স্থান এবং বালিকা বিভাগে রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী আসমা আকতার, ছমিরা আকতার, ফারহানা আসমা, হালিমা ছিদ্দিকা প্রথম স্থান অর্জন করে।