কক্সবাজারের রামুতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে আনুমানিক ৫৪৭ গাড়ি বালু জব্দ করেছে। যার পরিমান প্রায় ৫০ হাজার ঘনফুট। এসময় বালু ভর্তি একটি ট্রাক জব্দ করা হয়েছে।
বুধবার, ৮ ফেব্রুয়ারি দুপুরে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে বন বিভাগের ধোয়াপালং বন বিটের আওতাধিন বনাঞ্চলে এ অভিযান চালান রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা। তবে অভিযান চলাকালে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।
রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা জানান- বন বিভাগ ও আনসার ব্যাটালিয়নের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে দুটি স্পটে এ অভিযান চালানো হয়েছে। অভিযানে ধোয়াপালং বন বিটের খুনিয়াপালং স্কুলের পাহাড় ও হরিণখাইয়া এলাকা থেকে এসব বালি ও বালি ভর্তি ট্রাক জব্দ করা হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
ইউএনও আরও জানান- অবৈধভাবে বালি উত্তোলন বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।