পণ্ডিত সত্যপ্রিয় মহাথের ধর্মীয় মেধাবৃত্তি পরীক্ষা ১০ ফেব্রুয়ারি, শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। সকাল দশটায় রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারে স্থাপিত পরীক্ষা কেন্দ্রে উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় রামু উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় এবং প্রাথমিক স্তরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় হতে পঞ্চম শ্রেণির বৌদ্ধ ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে।
পরীক্ষায় তৃতীয় শ্রেণির ২৩ জন, চর্তুথ শ্রেণির ৩৬ জন এবং পঞ্চম শ্রেণির ২৮ জন ছাত্রছাত্রীসহ সর্বমোট ৮৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন রামু সরকারি কলেজের ভুবন বড়ুয়া এবং হল সুপারের দায়িত্ব পালন করেন আলহাজ্ব ফজল-আম্বিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুদর্শন বড়ুয়া। পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন কাউয়ারখোপ হাকিম-রকিমা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রনব বড়ুয়া, বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মিনাক্ষী বড়ুয়া, শিক্ষক সুমথ বড়ুয়া প্রমূখ।
পরীক্ষা চলাকালীন সময়ে রামু উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবু শামীম, সুশাসনের জন্য নাগরিক সুজনের রামু উপজেলা শাখার সভাপতি মাষ্টার মোঃ আলম, রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি তরুন বড়ুয়া, অধ্যাপক পরীক্ষিৎ বড়ুয়া টুটুন, জ্যোতিসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর বড়ুয়া, রামু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল আবছার, রামু এভারেস্ট টিচিং ইনস্টিটিউটের প্রধান শিক্ষক পলাশ বড়ুয়া, রামু বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন বড়ুয়া, রামু উপজেলা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিভাস বড়ুয়া প্রমূখ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ কেন্দ্র পরিদর্শনে আসেন।
এছাড়াও, কক্সবাজার জেলা যুবলীগ নেতৃত্ব পলক বড়ুয়া আপ্পু, রামু প্রেসক্লাব সভাপতি সাংবাদিক নীতিশ বড়ুয়া, সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, এমইউপি বিপুল বড়ুয়া আব্বু, রামু প্রেসক্লাবের সদস্য মোঃ শওকত ইসলাম, মোঃ কপিল উদ্দীন, এবং বৌদ্ধ সুরক্ষা পরিষদের জেলা-উপজেলার কর্মকর্তাবৃন্দ সহ সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
এদিকে পরীক্ষা শুরুর আগে ধর্মীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
উল্লেখ্য,বাংলাদেশী বৌদ্ধদের তৃতীয় সর্বোচ্চ ধর্মীয়গুরু, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একুশে পদকপ্রাপ্ত, আন্তর্জাতিক পরিমণ্ডলে খ্যাতি সম্পন্ন সংঘপুরোধা, রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের অধ্যক্ষ, বিনয়াচার্য, পণ্ডিত প্রয়াত ভদন্ত সত্যপ্রিয় মহাথের’র স্মরণে কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ উক্ত ধর্মীয় মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করেছেন।
কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সভাপতি প্রজ্ঞানন্দ ভিক্ষু জানান, নতুন প্রজন্মের মাঝে আলোকিতজন পণ্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথের মহোদয়কে তুলে ধরতে এবং ধর্মীয় নৈতিকতার ভিত সম্পন্ন প্রজন্ম ও সমাজ বিনির্মাণের লক্ষে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। এটি প্রতি বছর অনুষ্ঠিত হবে।