বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের সাবেক হিসাবরক্ষক, রামু অফিসের চর নিবাসী প্রবীন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শফিকুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘ দিন ধরে ডায়াবেটিস ও হার্টের রোগে আক্রান্ত ছিলেন।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) ভোর ৪টা ২০ মিনিটের সময়ে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত সোমবার শারীরিক নিয়মিত চেকআপের জন্য তাঁকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৮ বছর। তিনি স্ত্রী, চার ছেলে, পাঁচ মেয়ে, নাতিনাতনি ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তাঁর মৃত্যুর খবরে আত্মীয়-স্বজন, সামাজিক ও রাজনৈতিক অঙ্গন সহ এলাকার সর্বত্র শোকের ছায়া নেমে আসে।
মরহুম মোহাম্মদ শফিকুল ইসলাম রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসের চর সিকদার পাড়া এলাকার মরহুম আব্দুল ফত্তাহ মাষ্টারের ছোট ছেলে। তিনি রামু জোয়ারিয়ানালা এইচ এম সাঁচি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাজেদা ইসলাম সাজু ও চট্টগ্রাম আম্বিয়া গ্রুপের সিনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ার আরিফুল ইসলামের পিতা। মরহুম মোহাম্মদ শফিকুল ইসলাম বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের কক্সবাজার কার্যালয়ের হিসাবরক্ষক পদ থেকে ২০০৫ সালে অবসরে যান।
বুধবার বিকাল ৫টায় রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। নামাজে জানাযায় ইমামতি করেন, রামু রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ মোহছেন শরীফ। নামাজে জানাযা পূর্বে পিতার জন্য দোয়া কামনা করে বক্তৃতা করেন, মরহুমের তৃতীয় ছেলে ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম। নামাজে জানাযা শেষে রামু অফিসের চর সিকদার পাড়াস্থ অছিউদ্দিন জমাদার জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।