জাতির পিতা বঙ্গবন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে চিঠিতে লিখেছে ১০০ শিশু শিক্ষার্থী। বঙ্গবন্ধুর প্রতি তাদের শ্রদ্ধাবোধ, ভালোবাসার আবেগময় চিঠিগুলো খামবদ্ধ করে, ডাকবাক্সে দেয়। তাদের প্রত্যাশা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শিশু শিক্ষার্থীদের ভালোবাসার চিঠি সাদরে গ্রহন করবেন। শীলযুক্ত করে চিঠিগুলো বঙ্গবন্ধুর হাতে পৌঁছে দেন ডাকপিয়ন। আবেগ আপ্লুত বঙ্গবন্ধু কচিহাতের লেখা চিঠিগুলো হাতে তোলে নেন।
বৃহস্পতিবার (১৬ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত চিঠি উৎসবে হয় এমন চিত্রায়ন।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা বৃহস্পতিবার দুপুর ১২টায় রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে চিঠি উৎসব উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তৃতায় ইউএনও ফাহমিদা মুস্তফা বলেন, মনের আবেগটা ভাষায় রূপান্তরিত করার যোগ্যতা দক্ষতা সবার মধ্যে আছে। কিন্তু চর্চার অভাবে হারিয়ে ফেলছি। ঐতিহ্য ও যোগ্যতায় চিঠি লেখার চর্চা বাড়াতে হবে, মনোনিবেশ করতে হবে।
তিনি বলেন, জাতির পিতাকে চিঠি লেখনির মাধ্যমে, আমরা বঙ্গবন্ধুকে জানবো, সাথে নিজেকেও জানবে। মনের আবেগ দিয়ে, আমি চিঠি লিখতে পারি। সেটা আমি আমার মাতৃভাষা বাংলায় উপস্থাপন করেছি। চিঠি লিখতে পারাটা একটা বড়গুণ। আপনারা যারা নতুন প্রজন্ম, যারা ২০৪১ এর নতুন বাংলাদেশের নাগরিক হবেন। আপনাদের কাছে বঙ্গবন্ধুকে পরিচয় ও চর্চার ক্ষেত্র বৃদ্ধি করবে আজকে চিঠি উৎসব।
রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাফ্ফর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত চিঠি উৎসবে উপস্থিত ছিলেন, রামু উপজেলা প্রকৌশলী মঞ্জুর হাসান ভূইয়া, রামু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, সাবেক সভাপতি খালেদ শহীদ, চিঠি উৎসব সমন্বয়ক ও সামাজিক সংগঠন ‘স্বপ্ন’ চেয়ারম্যান সুমথ বড়ুয়া, রামু উপজেলা ডাকঘরের ভারপ্রাপ্ত পোস্ট মাস্টার কলিম উল্লাহ, সাংবাদিক আবুল কাশেস সাগর, সাংবাদিক মোহাম্মদ আবদুল্লাহ, রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সদস্য আরেফা খানম, শিক্ষক বর্ণা বড়ুয়া, সাইমন আরা, মেঘনা রানি শর্মা, রোকসানা আকতার, আনোয়ারা বেগম, আসমা আকতার, কানিজ ফাতেমা রেখা, জসিম উদ্দিন প্রমুখ।
রামু উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়, মন্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামু খিজারী বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মেরংলোয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও এভারেস্ট টিচিং ইনস্টিটিউটে শিশু শিক্ষার্থীদের এই চিঠি উৎসব অনুষ্ঠিত হয়।