সোয়েব সাঈদ:
রামুর অনন্য শিক্ষা প্রতিষ্ঠান বাঁকখালী উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্টস ডে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে দিনব্যাপী নানা আয়োজনে মুখরিত হয়ে উঠে বিদ্যালয় ক্যাম্পাস।
আজ বুধবার (৫ অক্টোবর) সকাল দশটায় কেক কেটে সূচনা হয় অনুষ্ঠানের। সকাল সাড়ে দশটা হতে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত চলে স্ব স্ব শ্রেণি কক্ষে শিক্ষার্থীদের উদ্যোগে বিনোদনমূলক অনুষ্ঠান। দুপুরে মধ্যাহ্নভোজে অংশ নেন, আমন্ত্রিত অতিথি, বিদ্যালয় পরিচালনা পর্ষদ, শিক্ষক, শিক্ষার্থীরা। বিকাল তিনটায় শিক্ষার্থীদের পরিবেশনায় চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
স্টুডেন্টস ডে’র উদ্বোধন অনুষ্ঠান ও মধ্যাহ্নভোজে আমন্ত্রিত অতিথি ছিলেন, রামু কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক আবদুল হক, রামু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আবু তৈয়ব, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. নাছির উদ্দিন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক ও রামু কলেজের সহকারী অধ্যাপক ইজত উল্লাহ, রামু কলেজের অধ্যাপক সুপ্রতীম বড়ুয়া, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর বড়ুয়া, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ সদস্য আবুল কাশেম খাঁন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুনীল কুমার শর্মা, পরিমল চক্রবর্তী, মানসী বড়ুয়া, ভূবন বড়ুয়া, মনসুর আলী সিকদার আইডিয়্যাল স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাশেম, আওরঙ্গজেব টিপু, মো. আমিন, সাংবাদিক খালেদ শহীদ, এসএম জাফর, সোয়েব সাঈদ, ওবাইদুল হক নোমান, আল মাহমুদ ভূট্টো প্রমূখ।
বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ নজরুল ইসলামের তত্ত্বাবধানে স্টুডেন্টস ডে অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাখাওয়াত সুলতান, অসীম বড়ুয়া, সুরজিত পাল, বাপ্পা বড়ুয়া, জেসমিন আকতার, আসমা তুল এলা ও অধীর কান্তি উপস্থিত ছিলেন।
বাঁকখালী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ইজত উল্লাহ জানিয়েছেন, শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি চিত্তবিনোদনের জন্য এ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।