“মাদককে না বলুন” ” ক্রীড়ার সাথে মেতে উঠুন” এ স্লোগানকে সমুন্নত রেখে বান্দরবানের লামায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার, ২৩ মার্চ, বিকাল ৩টায় লামা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পরিচালনা কমিটির আয়োজনে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল।
লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার এর সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লামা পৌরসভার মেয়র ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, উপজেলা আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও নারীনেত্রী ফাতেমা পারুল।
আরও ইউপি চেয়ারম্যান মিল্কী কুমার সেন,উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, পৌর আ.লীগের সভাপতি মোঃ রফিক,প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন বাদশা, মহিলা কাউন্সিলর শাকেরা বেগম,টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মোঃ ইলিয়াছ পারভেজ,যুগ্ন আহবায়ক মোঃ শামীমসহ অনেকেই।
লামায় এবারে ৫ম আসরের ফাইনাল খেলায় মধুরঝিরি ক্রিকেট দলকে হারিয়ে নয়াপাড়া যুব সমাজ একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পাশাপাশি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।