হাফিজুল ইসলাম চৌধুরী :
আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য নাইক্ষ্যংছড়ি সদর ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ক্ষমতাশীন আওয়ামী লীগ এবং বিএনপির মনোনীত দুই প্রার্থী নিজেদের মনোনয়নপত্র দাখিল করেছে।
বৃহস্পতিবার ৬ অক্টোবর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উপজেলা নির্বাচন ও রির্টাণিং কর্মকর্তা অরুণ উদয় ত্রিপুরার কাছে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক তসলিম ইকবাল চৌধুরী এবং উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম কোম্পানি স্ব স্ব দলীয় নেতাকর্মী নিয়ে উৎসব মূখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেন।
তবে দলীয় সিদ্ধান্তকে সম্মান করে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তারেক রহমান মনোনয়নপত্র জমা দেয়নি। ফলে বিদ্রোহী প্রার্থী বিহীন এ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আভাষ রাজনৈতীক মহলে।
অরুণ উদয় ত্রিপুরা বলেন, চেয়ারম্যান পদে অনুষ্ঠিতব্য উপ-নির্বাচন উপলক্ষে তিনজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিল। কিন্তু ৬ অক্টোবর শেষ দিনে আওয়ামী লীগ ও বিএনপির দলীয় দুজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে। তিনি জানান-মনোনয়নপত্র বাছাই ৭ অক্টোবর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ১৪ অক্টোবর এবং নির্বাচন ৩১ অক্টোবর।
প্রসঙ্গত:, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ এলাকায় মোট ভোটার রয়েছে ৯ হাজার ১২৬জন। তার মধ্যে পুরুষ ৪ হাজার ৭৯০ ও মহিলা ভোটার ৪ হাজার ৩৭২জন।