গাজীপুর মহানগরীর বিভিন্ন মাদরাসা ও এতিমখানার ছাত্র-শিক্ষকদের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে নগরীর ভোগড়া এলাকায় গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেল তার বাসভবনের সামনে অর্ধশতাধিক মাদরাসা ও এতিমখানায় ইফতারসামগ্রী বিতরণ করেন।
প্রতিটি মাদরাসা ও এতিমখানায় ৫০ কেজি করে ছোলা, ১০ কেজি করে মুড়ি ও ৮ লিটার করে সয়াবিন তেল বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সালনা দারুসসালাম মাদরাসার পরিচালক মাওলানা অলিউল্লাহ, মাওলানা হারুন অর রশীদ জালালাবাদী, মাওলানা আব্দুল আলীম সাইফী, হাফেজ ইয়াকুব বিন নূর, মাওলানা জাকারিয়া কাসেমী, মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।
যুবলীগ নেতা কামরুল আহসান বলেন, পবিত্র রমজান উপলক্ষে মাদরাসার এতিম ছাত্রসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার অসহায় ও দুস্থ মানুষকে সহযোগিতার অংশ হিসেবে এসব ইফতারসামগ্রী বিতরণ করা হয়।